এদিন অভিনেতা কৌশিক রায়ের বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে যায়।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাজিরাতেই এদিন বিজেপিতে যোগ দেন কৌশিক।
যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেন অভিনেতা সৌরভ দাস। এরপরই তৃণমূলে যোগ দেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত।
এঁদের পরপরই এবার বিজেপিতে যোগ দিলেন কৌশিক। ফলে একুশের বিধানসভা নির্বাচনের আগে টলিউডের একাধিক অভিনেতার রাজনীতিতে আগমন নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’র পাশাপাশি ফাগুন বউ-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন কৌশিক রায়। বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি।