নিয়োগ কর্তারা এইদিনের জব ফেয়ার থেকে নিজেদের পছন্দ মোতাবেক যোগ্যতা অনুযায়ী কর্মী বাছাই করে নেন। সিনিয়র রিসার্স অফিসার অনিস রঞ্জন ভট্টাচার্য জানান ন্যাসানেল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের অধিন ২০১৬ সাল থেকে জব ফেয়ার করা হচ্ছে। এই জব ফেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে বেসরকারি ক্ষেত্রে রাজ্যের বেকার যুবক যুবতিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
তার জন্য রাজ্য সরকারের অধীন ডাইরেক্টোরেট অফ এম্প্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যানপাওয়ার প্লেনিং মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলার উদ্যোগে বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ করা হয়। পাশাপাশি বেকারদের নাম নথিভুক্ত করা হয়। জব ফেয়ারের ব্যবস্থা করা হলে আগাম বিজ্ঞাপন দেওয়া হয় বেকারদের উদ্দেশ্যে। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের জব ফেয়ার বেশি করে করা হচ্ছে বলেও জানান তিনি।