অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।।দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তে ভারতের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা জানালেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, ভারতীয় সংস্থার তদন্তে তাঁর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে।
তিনি নিশ্চিত ভারতীয় গোয়েন্দা সংস্থা অচিরেই এই বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করবে।
নেতানিয়াহু আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি নিশ্চিত এই বিস্ফোরণের তদন্তে উপযুক্ত ব্যবস্থা নেবে মোদি সরকার।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতার করবে মোদি সরকার। উল্লেখ্য, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটে। যদিও ওই বিস্ফোরণে কোনও হতাহতের খবর নেই।
তবে এই বিস্ফোরণের পিছনে কোন জঙ্গি সংগঠন জড়িয়ে আছে বলেই মনে করছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
শুক্রবার রাতেই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতরন মালকা বলেন, দূতাবাসের সব কর্মীই সুরক্ষিত আছেন। তবে শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে দিল্লিতে।
এই মুহূর্তে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। তারই মধ্যে দিল্লিতেই বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলিকে। এদিন ইজরায়েলের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মায়ার বেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
একই সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেন ইজরায়েলের বিদেশমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদি-সহ সকলেই ইজরায়েলকে এই ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন।