এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলিপ দাস, বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আইজিএম হাসপাতালের সুলভ কর্মীদের মধ্যে মশারি সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। বিধায়ক ডাক্তার দিলিপ দাস জানান সমগ্র বিশ্ব অনাকাঙ্খিত করোনা পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটিয়েছে। এইটা একটা দুঃস্বপ্ন ছিল।
এমন ভয়াবহ পরিস্থিতি আসতে পারে কেউই কল্পনাও করতে পারে নি। কিন্তু এই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, ডোম, সাফাই কর্মীরা জিবনের ঝুকি নিয়ে কাজ করেছে। তাই সাথী ওয়েলফেয়ার সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে ,তার জন্য সাথী ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যাদের ধন্যবাদ জানান তিনি।