রাজধানীর বি কে রোডকে প্লাস্টিকের রাস্তায় রূপান্তর করা হচ্ছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জানুয়ারি।। আগরতলা শহর জুড়ে চলছে স্মার্ট সিটি প্রজেক্ট এর কাজ। নতুন করে শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে স্মার্ট সিটি প্রকল্প থেকে।  ইতিমধ্যে একাধিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে শহর আগরতলা। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহরের নিকাশি ব্যবস্থা থেকে রাস্তাঘাট ও নাগরিকদের জীবনমান উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা বাস্তবায়ন ঘটানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে রাজধানীর বি কে রোড-কে প্লাস্টিক রোডে রূপান্তর করা হচ্ছে। এই অত্যাধুনিক  প্রযুক্তি রাজ্যে  প্রথম বার ব্যবহার করা হচ্ছে। এই সড়কের নির্মাণকাজ ইতিমধ্যেই চরম পর্যায়ে পৌঁছেছে। চলছে কার্পেটিং এর কাজ। প্লাস্টিক ব্যবহার করে এই সড়ক নির্মাণ করা হচ্ছে।

স্টোনের সঙ্গে বিটুমিন মিশ্রন থাকছে। অতিরিক্ত হিসেবে থাকছে প্লাস্টিক। এতে সড়কের গুণমান ভালো হয়। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে এর আগে কেবলমাত্র মেঘালয়তে এই ধরনের প্লাস্টিক রোড নির্মাণ করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ত্রিপুরাতে এই প্লাস্টিক রোড করার পরিকল্পনা নেওয়া হয়। সেই মোতাবেক বি কে রোডকে বাছাই করে প্লাস্টিক রোডে রূপান্তর করা হচ্ছে। ৭০০ মিটার রাস্তা প্লাস্টিক রূপান্তর করা হবে। এতে ব্যয় হবে ৭০ লক্ষ টাকা। ৯ ইঞ্চি পুরু এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। বোধজং চৌমুহনী থেকে মহিলা মহাবিদ্যালয় পর্যন্ত রাস্তাটি স্মার্ট সিটি প্রকল্পের অধীনে প্লাস্টিক রোডে রূপান্তর করা হচ্ছে। ইতিমধ্যেই কাজ অনেক দূর এগিয়ে গেছে।

এই নতুন অত্যাধুনিক পরিকল্পনা অনুযায়ী রাস্তা নির্মাণের বিষয়ে জানান স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা শৈলেশ কুমার যাদব। সাধারণ পিচের রাস্তার তুলনায় এই প্লাস্টিক রোডের গুণগত মান ভালো। বহুদিন টেকসই। জল জমার ক্ষেত্রে এই রাস্তা কম ক্ষতিগ্রস্ত হয়। আগরতলা পুর নিগমে 90 টন প্লাস্টিক প্রতিদিন বজ্র হিসেবে উৎপন্ন হয়।  তার থেকে স্বল্প পরিমাণ প্লাস্টিকে এই রাস্তায় ব্যবহার করা হচ্ছে। সব ধরনের প্লাস্টিক এই রাস্তায় ব্যবহার করা যায় না।  পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিকই রাস্তার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সহসা এই রাস্তা আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে সাধারণের জন্য। আগামী দিনে শহরের অন্যান্য রাস্তাগুলি ক্ষেত্র এই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান স্মার্ট সিটির অধিকর্তা শৈলেশ কুমার যাদব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?