অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। ভারতে ইতিমধ্যেই করোনার টিকাকরণের জন্য ছাড়পত্র পেয়েছে সেরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’। আরও কয়েকটি টিকার ট্রায়াল চলছে, খুব শীঘ্রই সেগুলি ছাড়পত্র পেতে পারে।
এই অবস্থায় দাঁড়িয়ে নতুন ঘোষণা করলেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, জুন মাসে ভারতে আসতে পারে নয়া করোনা টিকা ‘কোভোভ্যাক্স’। দ্রুত সেই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে পারে ভারতে। শনিবার এক টুইটে আদর পুনাওয়ালা আরও জানিয়েছেন, সেরাম ও মার্কিন সংস্থা নোভোভ্যাক্স হাত মিলিয়ে এই টিকা তৈরি করছে।
বিদেশে ট্রায়ালে এই টিকার ৮৯.৩ শতাংশ কার্যকারীতা প্রমাণিত হয়েছেন। ভারতে এই টিকার ছাড়পত্রের জন্য ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে।