স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জানুয়ারি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল স্লোগানের এক দারুণ নজির দেখতে পাওয়া গেল আগরতলার শিল্প-বাণিজ্য মেলায়। মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আবেদন করেন, এই মেলায় আসুন এবং এখানে যে স্থানীয় শিল্পীরা বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা নিয়ে এসেছেন তাঁদের থেকে পণ্য ক্রয় করুন। এর ফলে তাঁরা যেমন উৎসাহিত হবেন তেমন রাজ্যের আর্থিক উন্নতিও সাধিত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভোকাল ফর লোকাল স্লোগান দিয়েছেন তা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে।
দেশবাসীর মধ্যে আত্মনির্ভরশীল মানসিকতা গড়ে উঠছে। শিল্প-বাণিজ্য মেলার স্টলগুলি তারই নিদর্শন। মুখ্যমন্ত্রী বলেন, বাঁশের বিভিন্ন পণ্য উত্পাদিত হচ্ছে তার মধ্যে মূল্য যোগ হয়ে নতুন নতুন ভাবনার প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য মেলা পরিসর ঘুরে দেখি ও সেখানে স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন বাঁশ -বেত এবং হস্তশিল্পের স্টলগুলিতে গিয়ে পর্যবেক্ষণ করি। সুপারির খোল থেকে তৈরি থালা, বাটি, বাঁশের বোতল, ফুলঝাড়ু ইত্যাদির বিভিন্ন পণ্যের ষ্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।