তাদের খাবার সামগ্রী, শীতবস্ত্র এবং তাদের ব্যক্তিগত টাকার ব্যাগ কেড়ে নেয় পুলিশ। ৩ টি দান বাক্স নিয়ে যায়। এতে ছিল প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। শিক্ষিকাদের উপর পুরুষ পুলিশরা লাঠি চার্জ করেছে। গণতান্ত্রিক আন্দোলনের উপর এই ধরনের হামলার প্রতিবাদের পশ্চিম থানায় মামলা দায় করতে যায় ৪ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে প্রতিনিধি দল। যেসব পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তারা হলেন পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক সাহা, পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার, জিরানিয়ার এস ডি পি ও সুমন দাস, আমতলির এস ডি পি ও অনিবান দাস। তবে বিষয়টি নিয়ে ঘোলা জলে মাছ ধরার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের দাবি তাদের উপর হেনস্থার জবাব প্রশাসনকে দিতে হবে।