বিবিসি জানিয়েছে, পাইডমন্ট এবং ভ্যালি ডি’ওস্টা দুই অঞ্চলে ভ্রমণ করার অভিযোগ উঠেছে রোনালদোর বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, এই যুগল একটি রিসোর্টে ঘোরাফেরা করছেন। পরে অবশ্য ভিডিওটি ডিলিট করা হয়েছে। এদিনই জর্জিনা ২৭ বছরে পা দিয়েছেন।
ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, জর্জিনার জন্মদিন পালনের জন্য নিজের ক্লাব জুভেন্তাসের হেড কোয়ার্টার থেকে ১৫০ কিলোমিটার দূরে কোরমায়েরে একটি পাহাড়ি রিসোর্টে গিয়েছিলেন রোনালদো। বর্তমানে করোনাভাইরাসের কারণে যা পুরোপুরি নিষিদ্ধ।
সংবাদ সংস্থা এএফপির পক্ষ থেকে এ বিষয়ে জানতে জুভেন্তাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রোনালদোর বান্ধবী নিজেই ভিডিওটি তার ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন। যদিও পরবর্তীতে তিনি সেটি ডিলিট করে ফেলেন। তার আগেই ভিডিওটি ইতালির বিভিন্ন গণমাধ্যম নিয়ে নেয়।
স্থানীয় গণমাধ্যম গাজেটা দেলো স্পোর্ট জানিয়েছে, মঙ্গলবার রাতে রোনালদো এবং রদ্রিগেজ একটি হোটেলে রাত কাটান। পরদিন তুরিনে ফেরার আগে সকালে তুষার ভ্রমণে বের হয়েছিলেন।
করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত ইতালির বর্তমান নিয়মানুযায়ী, রোনালদো-জর্জিনা জুটির তুরিন ছেড়ে আরেক শহরে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তাদের ৪০০ ইউরো করে জরিমানা হতে পারে। স্টেহোম অর্ডারের মুখেও পড়তে পারেন।
এর আগেও করোনাবিধি ভঙ্গ করে শিরোনাম হয়েছিলেন ৩৫ বছর বয়সী রোনালদো। গত অক্টোবরে পুরো জুভেন্তাস দল যখন আইসোলেশনে ছিল, তখন তিনি চলে গিয়েছিলেন পর্তুগাল।