তিন মাস যাবত বেতন নেই, ক্ষোভ উগড়ে দিলেন বাগিচা শ্রমিকরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জানুয়ারি।। টানা তিন মাস বেতন না পেয়ে এইবার চাকুরিতে নিয়মিতকরন ও বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হল কৃষি দপ্তরের অধিন হর্টিকালচার বিভাগে বাগিচা শ্রমিক হিসাবে কর্মরত শ্রমিকরা। তাদের বক্তব্য পূর্বতন সরকারের সময় তারা নিয়মিতকরনের জন্য বহু আন্দোলন করেছে। এমনকি তারা সার্কিট হাউস এলাকায় সড়ক অবরোধে সামিল হয়। তখন তৎকালীন প্রদেশ বিজেপি সভাপতি তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী অবরোধস্থলে গিয়ে আশ্বাস দিয়েছিলেন বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে তাদের নিয়মিত করা হবে।

কিন্তু নয়া সরকার প্রতিষ্ঠার পর তারা তাদের পক্ষ থেকে বহুবার দপ্তরের নিকট চিঠি প্রেরন করেছে। কিন্তু কোন কাজ হয়নি। এমনকি গত তিন মাস ধরে তারা তাদের বেতনও পাচ্ছে না। এই বিষয়ে দপ্তরের সাথে তারা কথা বলেছে। কিন্তু সমস্যার কোন সমাধান হয়নি। তাই শুক্রবার এই বাগিচা শ্রমিকরা রাজধানীর রবীন্দ্র কাননের সামনে সমবেত হয়। তাদের দাবি সরকার যেন তাদের নিয়মিত করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?