নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ত্রিপুরার ট্যাবলো দ্বিতীয়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারি।। নতুন দিল্লিতে ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়ে ত্রিপুরার ট্যাবলো দ্বিতীয় পুরস্কার পেয়েছে৷ এবছর রাজ্যের ট্যাবলোর মূল থিম ছিলো ’ইকো-ফ্রেণ্ডলি আত্মনির্ভর ত্রিপুরা’৷ রাজ্যের ট্যাবলো দ্বিতীয় পুরস্কার পাওয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্তোষ প্রকাশ করেছেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, ’এই সাফল্যে আমি ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী ও যারা এই ট্যাবলো নির্মাণ কাজে ও প্যারেডে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি’৷

আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজর হাত থেকে রাজ্যের হয়ে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও সংস্কৃণতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ এবার নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলোতে প্রথম হয়েছে উত্তরপ্রদেশ ও তৃতীয় হয়েছে উত্তরাখণ্ড৷ উল্লেখ্য, নতুন দিল্লিতে এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলোতে রাজ্যের জনজাতি অংশের মানুষের পরিবেশবান্ধব প্রাত্যহিক জীবনযাত্রা ও জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতির পরম্পরার সাথে বাঁশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা তুলে ধরা হয়৷ ত্রিপুরী জনজাতি সম্পদায়ের ধর্মীয় উৎসব ’লামপ্রা ওয়াথপ মতাই’-এ বাঁশের ব্যবহার পরিলক্ষিত হয়৷ ট্যাবলোতে তাদের সাংস্ক’তিক ঐতিহ্য ’লেবাং বুমানি’ নৃত্য তুলে ধরা হয়৷

এই নৃত্যে যুবক যুবতীরা জম ক্ষেতে গিয়ে বাঁশের কাঠি দিয়ে লেবাং নামক পোকা ধরে বা তাড়ায়৷ ট্যাবলোতে জনজাতিদের গ্রামীণ জীবনযাত্রার রূপও তুলে ধরা হয়৷ ট্যাবলোর বাইরের দিকে ছিলেন একজন জনজাতি মহিলা এবং তার দু’পাশে ছিলেন দু’জন পুরুষ৷ ছিলো বিভিন্ন প্রজাতির বাঁশের নমুনা৷ প্রতীকি মডেলদের মুখে ছিলো বাঁশের তৈরি মাস্ক৷ ট্যাবলোর মাঝের অংশে প্রদর্শিত হয় জনজাতিদের আর্থসামাজিক জীবনের প্রতিচ্ছবি৷ সেখানেও ছিলো বাঁশের তৈরি দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী৷ ট্যাবলোর পশ্চাদভাগ সাজানো হয়েছিলো ত্রিপুরার হস্তকারু শিল্প সামগ্রী দিয়ে৷ তাছাড়া ছিলো প্রতীকি মডেল যারা রাজ্যের সামাজিক ও সাংস্ক’তিক পরম্পরাকে তুলে ধরেছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?