স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারি।। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী চাকরিচ্যুতদের সমস্যার সমাধান না করাতে তারা দীর্ঘদিন ধরে গনঅবস্থান করে আসছিল। কিন্তু বুধবার সকালে ১৪৪ ধারা জারি করে আন্দোলনরত উপর নির্মম অত্যাচার করে প্রশাসন। আমরা বাঙালি শাসক দলের এ ধরনের অগণতান্ত্রিক, মানবতা বিরোধী কাজের তীব্র নিন্দা জানায়। এদিন আন্দোলনকারীদের উপর যেভাবে অত্যাচার নেমে এসেছে তা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস বলা যায়। তারা চাকরিচ্যুত হওয়ার জন্য দায়ী তৎকালীন সিপিআইএম।
প্রশাসন ব্যবস্থা গ্রহণ করলে তৎকালীন সিপিআইএমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু চাকরিচ্যুতদের বিরুদ্ধে এ ধরনের ঘটনা সম্পূর্ণ অভাবনীয়। সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন আমরা বাঙালি রাজ্য কমিটি সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল। চাকরিচ্যুতদের বাঁচার জন্য চাকুরি অথবা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। কারণ কর্মসংস্থানের দাবি সংবিধানে মৌলিকভাবে স্বীকৃতি। তাই তাদের বাঁচার জন্য সরকারের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে জানিয়েছেন তিনি।