সিপাহীজলা জেলার একাংশ ছাত্র-ছাত্রী এই কলেজে ভর্তি হতে পারছে না। ফলে এক প্রকার বাধ্য হয়ে বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহা বিদ্যালয়ে ভর্তি হতে না পারা ছাত্র-ছাত্রিরা বৃহস্পতিবার কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কলেজের রাস্তার মুখে অর্থাৎ সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। তাদের বক্তব্য কলেজের অধ্যক্ষ তাদেরকে জানিয়েছে কলেজে আসন খালি নেই। তাই তাদেরকে এমবিবি কিংবা বিবিএম কলেজে ভর্তি হতে হবে। কিন্তু তাদের বক্তব্য এমবিবি কিংবা বিবিএম কলেজে এসে পড়ার ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে।
তাই তাদেরকে নিজের জেলায় অর্থাৎ বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহা বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে হবে। এইদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ সড়ক অবরোধে সামিল হওয়া ছাত্র-ছাত্রিদের সাথে কথা বলে। কিন্তু ছাত্র-ছাত্রিরা তাদের দাবিতে অনড় থাকে। ফলে বেশকিছু সময় ধরে চলে সড়ক অবরোধ। এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু ছোট বড় যান বাহন। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের।