দক্ষিণ কোরিয়ার অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু!

অনলাইন ডেস্ক, 28 জানুয়ারি।। দক্ষিণ কোরিয়ার টেলিভিশন অভিনেত্রী ও মডেল সং ইউ-জুং মারা গেছেন। তার রহস্যজনক মৃত্যু হয়েছে বলে একাধিক গণমাধ্যমের খবর।

তার এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণটি জানাতে পারেনি তারা। ধারনা করা হচ্ছে ২৬ বছর বয়সী এই তারকা আত্মহত্যা করে থাকতে পারেন।

শনিবার (২৩ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সিওলে মৃত্যু হয়েছে সং ইউ-জুংয়ের। সেদিনই সামাজিক মাধ্যমে এজেন্সিটি তার মৃত্যুর খবর জানায়। এরইমধ্যে তার শেষকৃত্যও অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে বেশ গোপনীয়তা বজায় রাখা হয়েছে বলে দাবি গণমাধ্যমের।

এর আগে ২০১৩ সালে একটি কোরিয়ান প্রসাধনী কোম্পানির মডেল হয়ে ক্যারিয়ার শুরু করেন সং ইউ-জুং। একই বছর টেলিভিশন ড্রামা ‘গোল্ডেন রেইনবো’তে অভিনয় করেন তিনি। এছাড়া আরও দুইটি ড্রামাতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি।

এমবিসি টিভির সিরিজ ‘মেক অ্যা উইশ’-এ অভিনয় করে তিনি বেশ জনপ্রিয়তা পান।

সিরিজটিতে ২০১৪ ও ২০১৫ সালে মোট ১২০টি পর্বে ছিলেন সং। তার উল্লেখযোগ্য অন্য সিরিজগুলোর তালিকায় রয়েছে ‘স্কুল ২০১৭’ ও ‘ডিয়ার মাই নেম’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?