বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের পর শ্রদ্ধার বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
বরুণ-নাতাশার বিয়ের পর তাদের শুভেচ্ছা জানান শ্রদ্ধার বিশেষ বন্ধু রোহন। তার শুভেচ্ছা পেয়ে পালটা প্রশ্ন করে বসেন বরুণ। শ্রদ্ধা এবং তিনি এবার সাতপাঁকে বাঁধা পড়ার জন্য তৈরি কি না বলে প্রশ্ন করেন বরুণ।
রোহন সে বিষয়টি এড়িয়ে গেছেন কৌশলে। শ্রদ্ধাকেও দেখা যায় চুপ করে থাকতে। বরুণের প্রশ্নটি উসকে দিয়েছে শ্রদ্ধার বিয়ের আলোচনা।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে সেলিব্রিটি ফটোগ্রাফার রোহনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। লকডাউনের মাঝেও শ্রদ্ধার সঙ্গে রোহনকে বেশ কয়েকবার চোখে পড়ে রাস্তায়।
যদিও পাপারাতজির সামনে কখনওই মুখ খুলতে দেখা যায়নি রোহন বা শ্রদ্ধা কাউকেই।