শক্তি বলেন, রোহন এবং শ্রদ্ধা ছোট থেকে একে অপরের ভাল বন্ধু। তবে তাঁদের মধ্যে বন্ধুত্বের বাইরে আলাদা করে কোনও সম্পর্ক রয়েছে কিনা তা তাঁর জানা নেই। শুধু তাই নয়, শ্রদ্ধা এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে তাঁকে কিছু জানাননি। রোহনের সঙ্গে শ্রদ্ধা যদি গাঁটছড়া বাঁধতে চান, তাহলে তাঁর কোনও আপত্তি নেই।
ছোট থেকেই তাঁরা রোহনকে চেনেন, তাঁর পরিবার সম্পর্কে সবকিছু জানেন। তাই ছোটবেলার দুই বন্ধু বিয়ের পর যদি একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে চান, তাহলে তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানান শক্তি কাপুর।
উল্লেখ্য, সম্প্রতি রোহনের সঙ্গে শ্রদ্ধার বিয়ে নিয়ে জোর জল্পনা শুরু হয়। বরুণ ধাওয়ানের বিয়ের পর শ্রদ্ধা কবে গাঁটছড়া বাঁধছেন সেই প্রশ্নই করেন বলিউড অভিনেতা। বরুণের ওই পোস্ট থেকেই শ্রদ্ধার বিয়ের নিয়ে গুঞ্জন শুরু হয়।