করোনাভাইরাসের জেরে লকডাউন শুরু হলে ভ্যাঙ্কুভার দ্বীপে নিজের বাগান বাড়িতে থাকতে শুরু করেন পামেলা। ওই সময়ই নিরাপত্তা রক্ষী ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ান বে ওয়াচ খ্যাত তারকা।
ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরপরই ২৫ ডিসেম্বর নিজের বাগান বাড়িতে তার সঙ্গে আংটি বদল করেন পামেলা।
ভ্যাঙ্কুভারের এই বাগানবাড়ি তিনি গত ২৫ বছর আগে নিজের দাদার কাছ থেকে কিনে নিয়েছিলেন। এই বাড়িতে তার বাবা-মায়েরও বিয়ে হয়। এই বাড়িতে বিয়ে করেই তার বাবা, মা এখনও একসঙ্গে রয়েছেন বলে জানান পামেলা।
সে কারণে ভালবাসার মানুষ ড্যানের সঙ্গেও তিনি এই বাড়িতেই বিয়ের পিঁড়িতে বসেন বলে জানান পামেলা। বিয়ের দিন নীল রঙের গাউনে সেজে ড্যানকে আপন করে নেন পামেলা।
প্রসঙ্গত, রিক সলোমন, টমি লি এবং কিড রকের সঙ্গে এর আগে পরপর ৪বার গাঁটছড়া বাঁধেন পামেলা। যার মধ্যে রিক সলোমনের সঙ্গে ২০১৪ এবং ২০১৭, পরপর দুই সালে আংটি বদল করেন অ্যান্ডারসন।