গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দিল্লি পুলিশের প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছেন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইজরায়েলি দূতাবাস থেকে মাত্র দেড়শো মিটার দূরে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। আইইডি বিস্ফোরণ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ভারতে নিযুক্ত ইজরায়ের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, দূতাবাসের সমস্ত কর্মী সুরক্ষিত আছেন। ভারত-ইজরায়েলের কৌশলগত সম্পর্কের ২৯ বছর পূর্ণ হল এদিন। তার মাঝেই ঘটল এই ঘটনা।