পিসিসির হুঙ্কার সভায় নারী নির্যাতন ও বেকারত্ব নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ নাগরা’র

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জানুয়ারি।। রাজ্যের রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে এবং কর্ম সংস্থানের দাবীতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সর্ব ভারতীয় স্তরের নেতৃত্বরা রাজ্য সফরে এসে হুঙ্কার মিছিল সংগঠিত করেছে আগরতলায়। নারী নির্যাতন, বেকারত্ব, ১০,৩২৩ –এর উপর প্রশাসনের বল প্রয়োগ নিয়ে আওয়াজ তুলেন কংগ্রেসের নেতৃত্বরা।

এদিন প্রদেশ কংগ্রেসর পক্ষ থেকে এক মিছিল করে রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে পোঁছায়। সেখানে এক হুঙ্কার সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব ভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বি ভি জানান, মহিলাদের উপর নির্যাতন রাজ্যে বেড়ে চলেছে। নারী নির্যাতন রুখতে প্রশাসনের কোন ব্যবস্হা নেই।

সরকারের প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে চাকুরি দেওয়ার। কিন্তু এই সরকারের আমলে বেকারত্ব দেশের শীর্ষ স্হানগুলির মধ্যে অন্যতম। এমনকি চাকুরিচ্যুত শিক্ষকরা দীর্ঘ দিন আন্দোলন করে চলেছেন।

পরে সরকার তাদের উপর পুলিশ দিয়ে লাঠিচার্জ করেছে। অর্থাৎ গণতন্ত্র ধ্বংস হতে চলেছে। কিন্তু গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলে আওয়াজ তুলেন তিনি।

এদিকে কংগ্রেসের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক কোলদ্বিপ সিং নাগরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের কৃষকদের বর্তমানে মোদী সরকার যে হাল বানিয়ে রেখেছে তার জন্য এই সরকারকে পরাজিত করার আওয়াজ তুলতে আহ্বান জানান।

কারণ, দেশের অন্নদাতা কৃষক। আর কৃষকদের পেটে লাথি মারছে এই সরকার। সরকারকে দেশবাসী ছাড়বে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এদিন সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, পিসিসি নেতৃত্ব হরে কৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?