ভারত-চিন তিক্ততা অতীত, আইপিএলের জন্য ভিভোর দরজা খোলা রাখছে বোর্ড

অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।। এবারের আইপিএলের মিনি নিলামের দিন এবং স্থান ঠিক হয়ে গিয়েছে। আর সেই পাল্টে যাওয়া পরিস্থিতিতে চিনের বহুজাতিক সংস্থা ভিভোকে আবারও আসরে দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তাদের ফের আমন্ত্রণ জানানোর পথ খোলা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত বছর গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংর্ঘষের কারণে তৈরি হয়েছিল চরম তিক্ততা। বাধ্য হয়ে আইপিএলের মূল স্পনসরের দায়িত্ব থেকে সরে যায় ভিভো। সেখানে টাইটেল স্পনসর হিসেবে যুক্ত করা হয় ড্রিম ইলেভেনকে।

তখনই বোর্ড জানিয়ে দিয়েছিল, এই পরিবর্তন এক বছরের জন্য। ২০২১ সালে আবারও ফিরে আসতে পারে ভিভো। শোনা গিয়েছে, চিনের ব্যবসায়িক সংস্থাই আবার ক্রোড়পতি লিগের মূল স্পনসর হিসেবে ফিরতে চলেছে। সেখানেই শেষ নয়, চুক্তি অনুযায়ী যতদিন তাদের রাখার কথা, ততদিন থাকতে পারে তারা।

গত বছর স্পনসরশিপের জন্য ২২২ কোটি টাকা দিয়েছিল ড্রিম ইলেভেন। ভিভোর দেওয়ার কথা ছিল ৪৪০ কোটি টাকা। এ বছরও ড্রিম ইলেভেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল টাকার অঙ্ক বাড়িয়ে থেকে যাওয়ার। কিন্তু তারা রাজি হয়নি। ফলে ড্রিম ইলেভেনকে রাখতে আগ্রহী নয় বোর্ড।

তবে ভিভো স্পনসর হিসেবে ফিরলেও দেশের মাঠে এবার আইপিএল হবে কি না, সেই ছবি এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, ১৮ ফেব্রুয়ারি মিনি নিলামের পরে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দেশে আইপিএল করতে হলে অনুমতি নিতে হবে কেন্দ্রীয় সরকারের।

তাই ধীরে চলো নীতি নিয়ে এগোতে চায় বোর্ড। একান্তই অনুমতি না পাওয়া গেলে আবার হয়তো আইপিএল ফিরতে পারে মরুশহরে। সংযুক্ত আরব আমিরশাহি বোর্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তেমন হলে আবারও তারা আইপিএল আয়োজনের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি।

আমিরশাহিতে লিগ করতে বোর্ডের অসুবিধা নেই। পরিকাঠামো তৈরিই আছে। তুলনায় ভারতে করতে গেলে নতুন করে সব সাজাতে হবে। এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিমধ্যেই মউ স্বাক্ষর করে রেখেছে বোর্ড। ফলে সুযোগসুবিধা পাওয়া নিয়ে সমস্যা হবে না। কিন্তু এখনও পর্যন্ত প্রথম পছন্দ ভারতই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?