‘স্পাই কিডস’ ভক্তদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক, 8 জানুয়ারি।। শিশুতোষ সুপারহিরো ছবি ‘উই ক্যান বি হিরোস’-এর সাফল্যের পর সিক্যুয়েলের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। কাছাকাছি সময়ে জানা গেল, জনপ্রিয় ‘স্পাই কিডস’ সিরিজের রিবুটের পরিকল্পনাও করছেন পরিচালক রবার্ট রদ্রিগেজ। এ ছবি প্রযোজনা করবে স্কাইড্যান্স মিডিয়া ও স্পাইগ্লাস মিডিয়া। ডেডলাইন জানায়, পরিচালনার পাশাপাশি এ ছবির গল্পও লিখছেন রদ্রিগেজ।

যেখানে বহু সংস্কৃতির মিশ্রণ আছে এমন পরিবারের অভিযান দেখানো হবে। আর এ ছবিটি হবে হাল প্রজন্মের জন্য জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুনভাবে আবির্ভাব।

‘উই ক্যান বি হিরোস’-এ নতুন প্রজন্মের শিশুদের নিয়ে বানানো হলেও এটি ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব শার্কবয় অ্যান্ড লাভাগার্ল থ্রি-ডি’ ইউনিভার্সের অন্তর্ভুক্ত।

গুঞ্জন রয়েছে, একই ধরনের বিষয় দেখা যাবে ‘স্পাই কিড’ রিবুটে। এখানে ফিরতে পারে অ্যালেক্সা পেনা ভেগা, ড্যারিল সাবারা ও ড্যানি ট্রেজো। যারা স্পাই কিডসে অভিনীত চরিত্রে দেখা দেন অন্য সিনেমায়ও।

তবে ‘স্পাই কিডস’ রিবুট কখন শুরু হবে এ নিয়ে অস্পষ্টতা রয়েছে। কারণ শিগগিরই ‘স্টার ওয়ার্স’ স্পিন-অফ ‘দ্য বুক অব বোবা ফেট’ নিয়ে রদ্রিগেজ ভীষণ ব্যস্ততার মধ্যে পড়বেন।

ইতিমধ্যে তিনি শেষ করেছেন বেন অ্যাফ্লেক অভিনীত ক্রাইম থ্রিলার ‘হিপনোটিক’।

এ ছাড়া প্রযোজনা করছেন নারী কেন্দ্রিক সিরিজ ‘জরো’, ডিজনি প্লাসের জন্য ‘বুক্যানার’ সিরিজের নির্বাহী প্রযোজক তিনি। এমনকি ‘এলিটা: ব্যাটেল অ্যাঞ্জেল’-এর সিক্যুয়েলও আছে রদ্রিগেজের হাতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?