তবে ঋষভকে এখন চিন্তায় ফেলে দিয়েছে অন্য বিষয়। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটারে ঋষভ লিখেছেন, “অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই বাড়ির লোক পিছনে পড়ে গিয়েছে যে, এবার একটা নতুন বাড়ি নেওয়া দরকার। গুরগাঁও কি ভাল জায়গা হবে? কারও যদি বিকল্প কোনও পরামর্শ থাকে, সেটা দিতে পারেন।”
তাঁর টুইট দেখার পরে ভক্তরাও নানা ধরনের পরামর্শ দিতে শুরু করেছেন। কেউ বলছেন দিল্লি ছেড়ে তাঁর চলে যাওয়া উচিত মুম্বইয়ে। কেউ আবার জানিয়েছেন, নতুন বাড়ি নিতে হলে হায়দরাবাদ খুব ভাল জায়গা। অনেকে আবার বলছেন কানপুর বা মুজফফরপুরেও নতুন বাড়ি নিতে পারেন ঋষভ।
ভারতীয় দলের উইকেটকিপার যখন নতুন বাড়ি কোথায় কিনবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন, তখন নিজের ছেলেকে নিয়ে বিমানে উঠে পড়লেন হার্দিক পাণ্ড্য। জন্মের ছ’মাস পরেই প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা হল অগস্ত্য পাণ্ড্যর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল হাজির হয়েছে চেন্নাইয়ে।
তিনদিনের নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নামবেন বিরাট কোহালি, অজিঙ্ক রাহানেরা। দলের সঙ্গে যোগ দিতে বরোদা থেকে চেন্নাই উড়ে গিয়েছেন হার্দিক। সঙ্গে নিয়ে গিয়েছেন ছেলে অগস্ত্যকেও। স্ত্রী নাতাশাও রয়েছেন। এই প্রথম কোনও সফরে ছেলেকে নিয়ে যাচ্ছেন হার্দিক। গত বছর জানুয়ারিতে অভিনেতা নাতাশা স্তানকোভিচের সঙ্গে বাগদান হয় হার্দিকের।
জুলাই মাসে জন্ম হয় সন্তান অগস্ত্যর। দেশ-বিদেশ থেকে অজস্র অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানান। পিছিয়ে ছিলেন না সতীর্থরাও। কোহালি, কে এল রাহুল, যুজবেন্দ্র চহাল তো বটেই, বিদেশ থেকে ক্রিস লিনের মতো তারকাও শুভেচ্ছা জানান।