সাংবাদিকদের কোভিড-১৯ দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারি।। রাজ্যে দ্বিতীয় পর্যায়ে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচিতে প্রথম সারির যোদ্ধাদের সাথে রাজ্যের সাংবাদিকদের অন্তর্ভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে প্রথম সারির যোদ্ধারা যেমন পুলিশ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, মিউনিসিপাল ওয়ার্কার্স, রাজস্ব দপ্তরের কর্মী ইত্যাদির পাশাপাশি সাংবাদিকদের টিকাকরণ কর্মসূচিতে অন্তর্ভক্ত করা হয়েছে৷

তিনি বলেন, ৩১ জানুয়ারি, ২০২১ হচ্ছে ডাটা আপলোড করার শেষ তারিখ৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তাকে সাংবাদিকদের নাম অতি দ্রত কো-উইন পোর্টালে আপলোড করার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?