গুরুদেব দর্শনে বেড়িয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন জনজাতি রমণী

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৮ জানুয়ারি।। বন্য হাতির আক্রমণে নিহত এক উপজাতি রমণী। মৃত উপজাতি রমনীর নাম খিলংতি দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায়,TR01B 4161 নম্বরের একটি ম্যাক্স গাড়ি করে কিছু সংখ্যক উপজাতী অংশের লোকজন চাকমাঘাটের রঙ্গিয়াটিলা এলাকা থেকে উত্তর মহারানী হয়ে চাম্পাহাওড় যাওয়ার কথা ছিল গুরুদেবের দর্শন নেওয়ার জন্য। বৃহস্পতিবার বিকালে উত্তর মহারানী যাওয়ার পথে মালাকার পাড়া এলাকায় বণ্য দাঁতাল হাতির দল ম্যাক্স গাড়িটিকে আক্রমণ করে।

গাড়িতে থাকা সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও খিলংতি দেববর্মা পালিয়ে যেতে পারেনি। তৎক্ষণাৎ বন্য হাতির দল খিলংতিকে আঘাত করতে থাকে প্রতিনিয়ত। উপরন্তু ঐ ম্যাক্স গাড়িটি রাস্তার পাশে খাদে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খিলংতিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরে  তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খিলংতিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পরিবারে  ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?