জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দিল্লির ওই সীমান্তে অবস্থানরত কৃষকদের লক্ষ্য করে পাথর ছোড়াঁ হয়। স্থানীয় বাসিন্দারাই এই কাজ করেন বলে অভিযোগ। পুলিশের তাবুতেও হামলা চালায় উত্তেজিত জনতা।
জএক পুলিশ আধাকিরকের গায়ে তরোয়াল দিয়েও আঘাত করা হয়। এরপরেই খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
উল্লেখ্য, আন্দোলনকারী কৃষকদের এলাকা ছাড়তে নোটিশ দিয়েছে পুলিশ। কিন্তু আইন প্রত্যাহার না হলে আন্দোলন তুলতে নারাজ কৃষকরা।