গণতন্ত্র দিবসে দিল্লিতে অশান্তি, মোদি সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ কংগ্রেসের

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি।। কৃষকদের ট্রাক্টর র‍্যালিকে কেন্দ্র করে মঙ্গলবার দিল্লির আইটিও-সহ একাধিক স্থানে অশান্তির ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করল করল কংগ্রেস।

গোটা ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছে কংগ্রেস। উল্লেখ্য, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন।

বুধবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, যারা গতকাল অশান্তি করেছে ও অশান্তির নেতৃত্ব দিয়েছে,  পুলিশ তাদের না ধরে কৃষক আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মামলা করছে।

এটা অন্যায়। গোটা ঘটনায় কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগের তুলেছে কংগ্রেস, সরকার চক্রান্ত করে এই ঘটনা ঘটতে দিয়েছে যাতে আন্দোলনের বদনাম করা যায়। সুরজেওয়ালার অভিযোগ, এই চক্রান্তে সরাসরি যুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কংগ্রেসের দাবি, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনও সরকার লালকেল্লাকে সুরক্ষা দিতে ব্যর্থ হল। কেন সেখানে যেতে দেওয়া হল অশান্তিকারীদের? প্রশ্ন কংগ্রেসের।

নরেন্দ্র মোদি কেন রাজধর্মী পালন করছেন না কেন আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলছেন না, সে প্রশ্নও তুলেছে কংগ্রেস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?