কৌশিক তাঁর প্রথম বলিউড ছবিতে অভিনেতা হিসেবে নিয়েছেন সৌরভ শুক্লা, সুপ্রিয়া পাঠক এবং রধুবীর যাদবকে৷ মূলত, এক সত্য ঘটনার ওপর অবলম্বন করেই তৈরি হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিটি৷ তবে গল্পটা আসলে কী তা বলতে নারাজ ছবির টিম৷ এমনকী, বলিউডের এই তিন খ্যাতনামা শিল্পী ঠিক কীরকম চরিত্রে অভিনয় করছেন, তাও ফাঁস করতে চাইলেন না পরিচালক থেকে ছবির অভিনেতারা৷ তবে ইঙ্গিত দিলেন, একেবারে নতুন কিছু দর্শক পেতে চলেছেন কৌশিকের বলিউড ছবি মনোহর পাণ্ডের হাত ধরেই৷
কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবির প্রেক্ষাপট করোনা আবহ এবং মধ্যবিত্ত এক দম্পতি৷ করোনা, লকডাউনের প্রভাবের মাঝখানে এক ছোট্ট ভালোবাসার গল্পই এই ছবির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়৷ ছবিটি মূলত শ্যুটিং হবে কলকাতা শহরের আনাচে কানাচে৷ প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার৷ ছবির সঙ্গীত দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়৷ সুরিন্দর ফিল্মসের ব্যানারেই তৈরি হচ্ছে ছবিটি ৷
বলা বাহুল্য, একের পর এক ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন পরিচালক এবং অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়৷
তাঁর ছবি মানেই পর্দায় নতুন অভিজ্ঞতা, চিত্রনাট্যে মোচড়, বুদ্ধিদীপ্ত গল্পের বাঁধন৷ বাংলা ছবিকে এক নতুন রূপ দেওয়ার ব্যাপারেও কৌশিক গঙ্গোপাধ্যায়ের দক্ষ পরিচালনা, নিঁখুত চিত্রনাট্য ম্যাজিকের মতো কাজ করে৷