দেশেই তৈরি হবে রাশিয়ান প্রযুক্তির অত্যাধুনিক কালাশনিকভ রাইফেল

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি।। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এবার দেশের মাটিতেই তৈরি হবে অত্যাধুনিক কালাশনিকভ একে-২০৩ রাইফেল। উত্তরপ্রদেশে কোরভার অস্ত্র কারখানায় এই রাইফেল তৈরি করা হবে।

ভারত ও রাশিয়ার মধ্যে ছয় লাখ কালাশনিকভের জন্য একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ভারত ও রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক কালাশনিকভ রাইফেল তৈরি করবে।

এই অত্যাধুনিক রাইফেল থেকে মিনিটে ৬০০ রাউন্ড গুলি চালানো যাবে। মঙ্গলবার সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, রাশিয়ার সঙ্গে কালাশনিকভ রাইফেলের চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আমাদের হাতে অস্ত্র তৈরির অনুমতি চলে আসবে।

রুশ প্রযুক্তিতেই কালাশনিকভ একে-২০৩ তৈরি হবে। তবে সেটা হবে উত্তরপ্রদেশের কোরভার অস্ত্র কারখানায়। উল্লেখ্য, ২০১৮-র এপ্রিলে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন রাশিয়া সফরে গিয়েছিলেন। সে সময় এই অত্যাধুনিক রাইফেল নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল।

আগামী দিনে ভারতীয় সেনা জওয়ানদের হাতে এই অত্যাধুনিক রাইফেলে দেখা যাবে। চুক্তি অনুযায়ী ভারত রাশিয়া থেকে কুড়ি হাজার একে-২০৩ রাইফেল কিনবে। তারপর বাকি রাইফেল উত্তরপ্রদেশের অস্ত্র কারখানায়  তৈরি করা হবে।

রাশিয়া থেকে যে রাইফেল কেনা হচ্ছে তার প্রতিটির দাম পড়বে ৮০ হাজার টাকা। এই অত্যাধুনিক রাইফেলের বিশেষত্ব হল, যে এটি ব্যবহার করবে তার উচ্চতা অনুযায়ী রাইফেলটি বদলে ফেলা যাবে।

এই রাইফেলের নিরাপত্তাজনিত বিষয়টি অন্য রাইফেলের থেকে সম্পূর্ণ আলাদা। রাত্রেও এই রাইফেল সমান রকম কার্যকর। ওজনেও যথেষ্ট হালকা এই রাইফেলের ওজন ৪ কিলোগ্রামের কিছু বেশি। দৈর্ঘ্য ৯০০ মিলিমিটার।

প্রতি মিনিটে এই রাইফেল থেকে ৬০০ রাউন্ড গুলি চালানো সম্ভব। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে এই রাইফেলের উৎপাদন শুরু হলে পুরনো আমলের রাইফেলগুলি শীঘ্রই বাতিলের খাতায় চলে যাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?