ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, ২৬ জনুয়ারির ঠিক আগেই রোমে ভারতীয় দূতাবাসের গেটে খালিস্তানি পতাকা লাগানো হয়েছে। সেই ফ্ল্যাগে পঞ্জাবি ভাষায় লেখা ছিল খালিস্তান জিন্দাবাদ। একই কথা লেখা ছিল ইংরেজি ভাষাতেও।
রোমের ভারতীয় দূতাবাসের গেটের সামনের দেওয়ালেও এই স্লোগান লেখা ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ইতালি সরকার এই ঘটনার কড়া নিন্দা করেছে।
একই সঙ্গে কারা এবং কিভাবে এই কাজ করল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ইতালি পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকও এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
ভারতের পক্ষ থেকে ইতালি সরকারকে বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত এবং দোষীদের শাস্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রোমে ভারতীয় দূতাবাসে শুধু যে খালিস্তানিদের পতাকা দেখা গিয়েছে তা নয়।
ভারতীয় দূতাবাসের সামনে থাকা বেশ কয়েকটি ফুলের টব ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভারতীয় কূটনীতিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
ঘটনাটি জানতে পেরে বিদেশমন্ত্রক ইতিমধ্যেই ইতালিকে ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে দূতাবাসের মতো একটি কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে তা খুবই উদ্বেগের। ইতালি পুলিশের উচিত দূতাবাস ও দূতাবাসে থাকা কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা।