করোনা মহামারী ঠেকাতে ২০২০-র মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই বন্ধ হয়ে গিয়েছিল স্কুল-কলেজ, জিম, রেস্তোরাঁ, সিনেমা হল। বন্ধ রাখা হয়েছিল সুইমিংপুলও।
১ জুন থেকে আনলক পর্ব শুরু হয়। আনলক পর্বের প্রতি দফায় বেশ কিছু শিথিলতা দেয় কেন্দ্র। দূর্গা পুজোর পর সুইমিংপুল খুলে দেওয়া হয়েছিল। তবে সেটা শুধুমাত্র পেশাদার সাঁতারুদের অনুশীলনের জন্য।
সে সময় সবার জন্য সুইমিংপুল খোলা হয়নি। কিন্তু বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার পর এবার সকলের জন্য সুইমিংপুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে মন্ত্রক বিভিন্ন সংস্থাকে জানিয়েছে সুইমিংপুলে যেন অত্যাধিক ভিড় না হয়। অর্থাৎ সকলকে যেন এক সঙ্গে জলে নামার অনুমতি দেওয়া না হয়। কারণ মুখনিসৃত ড্রপলেট থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে।
সে কারণেই সুইমিংপুলে এতদিন নিষেধাজ্ঞা জারি রেখেছিল কেন্দ্র। সিনেমা, থিয়েটার হল, রেস্টুরেন্ট, পানশালা কর্মসংস্থানের কারণে খোলা খোলা হয়েছে। একই কারণে এবার সুইমিংপুলও খুলে দেওয়া হল।
পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে এদিন সব ধরনের প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েও প্রদর্শনীতে অংশ নেওয়া যাবে।
সিনেমা, থিয়েটার হলগুলিকে ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু করার অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে সুইমিংপুলের ক্ষেত্রে অবশ্য মানুষের কোনও সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া হয়নি।