ভারত থেকে ভ্যাকসিনের ৩০ লক্ষ ডোজ কিনতে চলেছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি।। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ভারতের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ ডোজ করোনার ভ্যাকসিন কিনতে চলেছে। বুধবার শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় এক সরকারি আধিকারিক এই কথা জানিয়েছেন। খুব সম্ভবত সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন কিনবে শ্রীলঙ্কা।

এই দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের উপদেষ্টা ওয়েরাতুঙ্গা জানিয়েছেন, তাঁরা ভারতের কাছ থেকে বিনামূল্যে ভ্যাকসিন পেতে চলেছেন। কিন্তু তাতে দেশের প্রয়োজনীয় চাহিদা মিটবে না। সে কারণে অতিরিক্ত চাহিদা সামাল দিতে ভারতের কাছ থেকে তাঁরা ৩০ লক্ষ ডোজ ভ্যাকসিন কিনবেন।

ওয়েরাতুঙ্গা আরও বলেন, ভারতের পাঠানো কোভিড ভ্যাকসিন বৃহস্পতিবারই কলম্বো পৌছবে। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ভ্যাকসিন নিতে হাজির থাকবেন রাষ্ট্রপতি নিজে।

শ্রীলঙ্কাতেও অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম পর্যায়ে আড়াই লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে। মূলত করোনা যোদ্ধা, নিরাপত্তারক্ষী, পুলিশকর্মী ও বৃদ্ধ মানুষরা আগে টিকা পাবেন।

শুক্রবার থেকেই শ্রীলঙ্কায় করোনার টিকাকরণের মহড়া শুরু হয়ে যাবে। ওয়েরাতুঙ্গা আরও জানিয়েছেন, চিনের কাছ থেকেও তাঁরা বিনামূল্যে তিন লক্ষ ভ্যাকসিন পাবেন। রাশিয়াকেও তাঁরা ভ্যাকসিন পাঠানোর অনুরোধ করেছেন।

শুধু শ্রীলঙ্কা নয়, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত দেশকেও ভারত ভ্যাকসিন পাঠাবে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা ভারতকে ১৫ লক্ষ ডোজ ভ্যাকসিনের বরাত দিয়েছে।

নেপাল ১২ মিলিয়ন ডোজ চেয়েছে। ব্রাজিল ৫০ লক্ষ ডোজ ভ্যাকসিনের বরাত দিয়েছে। এই দেশগুলি ছাড়াও তাইল্যান্ড, আফগানিস্তান, মরিশাস, সেসেলস-সহ বিভিন্ন দেশ ভারতকে টিকা পাঠাতে অনুরোধ জানিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?