ঠিক ৭ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন শশীকলা। প্রথমে শশীকলার আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ আসে। গত বৃহস্পতিবার তাই ফের করোনা পরীক্ষা করা হয় তাঁর।
সেখানে পজিটিভ আসে রিপোর্ট। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রথমে বেঙ্গালুরুর একটি স্থানীয় হাসপাতালে, পরে ভিক্টোরিয়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
জেল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলের বিভিন্ন সরকারি নথিপত্রের কাজ হাসপাতালেই সারা হবে। সূত্রের খবর, আপাতত সুস্থ আছের তিনি। তবে আরও কয়েক দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকতে হতে পারে শশীকলাকে।