খুব বেশি দুর্বলতা দেখছেন না ‍টুখেল

অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।। ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া চেলসি ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ‘ড্র’ করলেও খুব বেশি চিন্তিত নন নতুন কোচ টমাস টুখেল।

গোলশূন্য ম্যাচের পর সদ্য দায়িত্ব পাওয়া টুখেল বলেন, ‘আমি খুব বেশি দুর্বলতা দেখছি না। আমি শক্তিতে নজর দেব। অভিজ্ঞ খেলোয়াড়, বড় ব্যক্তিত্ব, তরুণ এবং ক্ষুধার্ত মেধাবীদের নিয়ে এ এক দারুণ সমন্বয়।’

‘আমরা এমন একটা দল গড়তে চাই, যাদের বিপক্ষে কেউ খেলতে চাইবে না। ’

এই ম্যাচ দিয়ে লন্ডনের ক্লাবটিতে শুরু হলো টমাস টুখেল অধ্যায়। ব্যর্থতার দায়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে গত সোমবার বরখাস্ত করার পরদিন এই জার্মান কোচকে নিয়োগ দেয় চেলসি।

আসরে এই নিয়ে শেষ ৯ ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারাল সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতা দলটি, দুই ড্র ও পাঁচ হার। গত রাউন্ডে লেস্টার সিটির মাঠে তারা হেরেছিল ২-০ ব্যবধানে।

জয়ে ফেরার লক্ষ্যে প্রথমার্ধে চেলসি ৭৯ শতাংশ সময় বল দখলে রাখলেও প্রতিপক্ষ গোলরক্ষকের সেভাবে পরীক্ষাই নিতে পারেনি।

২০ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উলভারহ্যাম্পটন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?