গোলশূন্য ম্যাচের পর সদ্য দায়িত্ব পাওয়া টুখেল বলেন, ‘আমি খুব বেশি দুর্বলতা দেখছি না। আমি শক্তিতে নজর দেব। অভিজ্ঞ খেলোয়াড়, বড় ব্যক্তিত্ব, তরুণ এবং ক্ষুধার্ত মেধাবীদের নিয়ে এ এক দারুণ সমন্বয়।’
‘আমরা এমন একটা দল গড়তে চাই, যাদের বিপক্ষে কেউ খেলতে চাইবে না। ’
এই ম্যাচ দিয়ে লন্ডনের ক্লাবটিতে শুরু হলো টমাস টুখেল অধ্যায়। ব্যর্থতার দায়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে গত সোমবার বরখাস্ত করার পরদিন এই জার্মান কোচকে নিয়োগ দেয় চেলসি।
আসরে এই নিয়ে শেষ ৯ ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারাল সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতা দলটি, দুই ড্র ও পাঁচ হার। গত রাউন্ডে লেস্টার সিটির মাঠে তারা হেরেছিল ২-০ ব্যবধানে।
জয়ে ফেরার লক্ষ্যে প্রথমার্ধে চেলসি ৭৯ শতাংশ সময় বল দখলে রাখলেও প্রতিপক্ষ গোলরক্ষকের সেভাবে পরীক্ষাই নিতে পারেনি।
২০ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উলভারহ্যাম্পটন।