আন্দোলনের সময় অপ্রীতিকর ঘটনার সঙ্গে তাঁরা সহমত নন বলে স্পষ্ট জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষক আন্দোলনের নাম করে প্রজাতন্ত্র দিবসে যা হল, তা নিয়ে মুখ খুলতে শুরু করেন বলিউডের একাংশের তারকারাও।
প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের নাম করে যা ঘটেছে, তা অবাঞ্ছিত। আন্দোলনের নাম করে যাঁরা অশান্তি তৈরি করেন, তাঁদের গারদে ভরা উচিত বলে দাবি করেন কঙ্গনা রানাউত।
প্রজাতন্ত্র দিবসের ঘটনায় ক্ষুব্ধ কঙ্গনা এ নিয়ে দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধেও ফুঁসে ওঠেন। আন্দোলনের নাম করে কৃষকরা যা করেন, তার জবাব দিন প্রিয়াঙ্কা, দিলজিৎরা। কৃষকদের তাতিয়ে দিয়ে তাঁরা কেন হাওয়া হয়ে গেলেন বলেও প্রশ্ন তোলেন কঙ্গনা।
কঙ্গনা রানাউতের পর এবার বিষয়টি নিয়ে সরব হলেন রণবীর শোরে। কৃষকদের আন্দোলন করার পূর্ণ অধিকার রয়েছে কিন্তু তা শান্তিপূর্ণভাবে। আন্দোলনের নাম করে অশান্তি বাধানোর অধিকার কারও নেই।
দেশে জনগণের নির্বাচিত সরকার রয়েছে। সেই কারণে আন্দোলনের নাম করে এই ধরনের অশান্তি সৃষ্টির অধিকার করাও নেই বলে মত প্রকাশ করেন অভিনেতা। কৃষকদের জায়গা কখনও দেশের উর্দ্ধে নয় বলে স্পষ্ট জানান রণবীর শোরে।