কোনও মেয়ে রাহুলকে বিয়ে করতে চায় না, কংগ্রেস সাংসদকে কটাক্ষ প্রজ্ঞার

অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।।রাহুল গান্ধিকে কটাক্ষ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। শালীনতার সীমা অতিক্রম করে বৃহস্পতিবার প্রজ্ঞা বলেন রাহুলকে কোনও মেয়ে বিয়ে করতে চায় না।

এমনকি বাচ্চারাও রাহুলের কথা শুনলে হাসাহাসি করে। বিজেপি সাংসদের এই কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

ভোপালের এক জনসভায় যথারীতি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান প্রজ্ঞা। রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে একে অপরকে কটাক্ষ করা নতুন কিছু নয়। কিন্তু সেই কাজ করতে গিয়েই শালীনতার সীমা অতিক্রম করেন মধ্যপ্রদেশের এই বিজেপি সাংসদ।

রাহুলকে নিশানা করতে গিয়ে তিনি বলেন, একবার কলেজ ছাত্রীদের প্রশ্ন করা হয়েছিল তাঁরা কি রাহুলের মতো এমন কাউকে বিয়ে করবেন? এই প্রশ্ন শুনে মেয়েরা হাসাহাসি শুরু করেছিল। কোনও মেয়েই রাহুলকে বিয়ে করতে চায় না। এমনকি, ওঁর কথা শুনলে বাচ্চারাও হেসে ওঠে।

অথচ এমন একজন মানুষ এ দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। ইটালি থেকে একজন নিজের সন্তানকে ভারতের প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখছেন। সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী হতে হলে সবার আগে যোগ্যতা থাকা দরকার।

প্রজ্ঞা আরও বলেন, দেশের জন্য কৃষক ও সেনাবাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু কিছু মানুষ বলছেন সেনাবাহিনীর কী প্রয়োজন! আসলে তাঁদের কোন জ্ঞান নেই। দেশের সুরক্ষা সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। এরা কার্যত এক ধরনের বিধর্মী।

কয়েকদিন আগে রাহুল গান্ধি দেশের অর্থনীতি, সেনা ও কৃষকদের নিয়ে মন্তব্য করেছিলেন। তারই জবাবে প্রজ্ঞা এই মন্তব্য করেছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। একই সঙ্গে রাজনৈতিক মহলের একাংশ জানিয়েছে, এ ধরনের ব্যক্তিগত আক্রমণ কখনওই উচিত নয়।

তবে প্রজ্ঞা যে এ ধরনের মন্তব্য এই প্রথম করলেন এমন নয়। এর আগেও তিনি রাহুল ও সোনিয়া গান্ধি সম্পর্কে এ ধরনের বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?