অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।।
ফের একবার পোকসো আইন নিয়ে বিতর্কিত রায় দিল বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট এক নির্দেশে জানিয়েছে, প্যান্টের চেন খুলে রাখা বা চেন খুলে যৌনাঙ্গ দেখান যৌন নির্যাতনের মধ্যে পড়ে না।
সম্প্রতি ১২ বছরের এক নাবালিকার বুক অন্যায় ভাবে স্পর্শ করেছিলেন এক ব্যক্তি। ঘটনার জেরে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে যৌন নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়।
সেই মামলার শুনানিতে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্প গানেডিওয়ালা বলেছিলেন, ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শে না হলে বিষয়টিকে যৌন নির্যাতন বলা যায় না।
শিশুদের জামা কাপড় খুলে দিয়ে বা জামাকাপড়ের মধ্য দিয়ে হাত গলিয়ে বুক, যৌনাঙ্গ স্পর্শ করলে তবেই তা যৌন নির্যাতন বলে গণ্য হবে। এই নির্দেশের পর অবশ্য প্রবল বিতর্ক ও প্রতিবাদের মুখে পড়েছেন বোম্বে হাইকোর্টের ওই বিচারপতি।
নিগৃহীত নাবালিকার মা পুলিশকে জানিয়েছিলেন, অভিযুক্ত ব্যক্তি প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ বের করে তাঁর মেয়েকে দেখিয়েছিল। এমনকি, তাঁর মেয়েকে দেওয়া হয়েছিল কুপ্রস্তাব।
মেয়েটি পুলিশকে জানায়, তার দুই হাত চেপে রেখে অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুক্ষণ প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে ছিল। এ প্রসঙ্গে বিচারপতি গানেডিওয়ালা বলেন, প্যান্টের চেন খুলে রাখাকে যৌন নির্যাতন বলা যায় না। এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ (১) ধারায় যৌন হয়রানি হয়েছে বলা যেতে পারে।
বিচারপতি গানেডিওয়ালা আরও বলেন, কোনও ব্যক্তি যদি কোনও নাবালক বা নাবালিকার স্তন, যোনি, পুরুষাঙ্গ, মলদ্বার স্পর্শ করে তবে সেটাকে যৌন নির্যাতন বলা যায়। পোকসো আইনের সাত নম্বর ধারায় এ ধরনের আচরণকে যৌন নির্যাতন বলে। কিন্তু ওই নাবালিকার ক্ষেত্রে তেমন কিছু হয়নি।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে বোম্বে হাইকোর্টের এই নির্দেশের তীব্র নিন্দা করা হয়েছে। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে।