অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।।মহামারীর নতুন ধাক্কা রুখতে নতুন নমুনা সংগ্রহ পদ্ধতি। মুখ ও নাকের বদলে এবার মলদ্বার থেকে নমুনা সংগ্রহ শুরু করল চিন। আপাতত এই পদ্ধতিতে গণহারে পরীক্ষা শুরু হয়েছে। সারা বিশ্বে এখনও লালারসের নমুনা সংগ্রহের মাধ্যমে করোনা সংক্রমণ হয়েছে কি না তা দেখা হয়। যদিও চিনের নয়া করোনা পরীক্ষাপদ্ধতিতে নাক সিঁটকোচ্ছেন অনেকে।
কীভাবে সংগ্রহ করা হয় নমুনা? জানা যাচ্ছে, মলদ্বারের ২ থেকে ৩ সেন্টিমিটারের মধ্যে সুতো প্রবেশ করিয়ে নমুনা সংগ্রহ করা হয়। বিশ্ববাসী নয়া পদ্ধতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও স্থানীয় বিশেষজ্ঞরা এই পদ্ধতির প্রশংসা করেছেন। তাঁদের দাবি, এটাই সঠিক পদ্ধতি।
চিনের বিশেষজ্ঞরা বলছেন, গলা এবং নাক থেকে সোয়াব নমুনাগুলি সংগ্রহের থেকে মলদ্বার থেকে নমুনা সংগ্রহ করা কঠিন। সম্প্রতি সাংঘাইয়ের হটস্পটগুলিতে এইভাবে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি লালারসের নমুনাও সংগ্রহ করা হচ্ছে।
২০১৯-এ প্রথম চিনে প্রথম করোনাভাইরাসের সন্ধান মেলে। দীর্ঘদিন চড়াই-উতরাইয়ের পর ২০২০-র শেষের দিকে চিন জানিয়েছিল করোনামুক্ত হয়েছে সেদেশ। কিন্তু নতুন বছরে হানা দিয়েছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ।
চিনের উত্তর প্রান্তে ১৭০০ জনের নতুন করে আক্রান্ত হয়েছেন। ৯ বছর বয়সী এক শিশুর শরীরে নতুন করে সংক্রমণ হয়। জানা গিয়েছে, করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছে সে। সংশ্লিষ্ট এলাকার অনেকের নমুনা পরীক্ষা করা হয়।