অনলাইনে রামি গেমস কীভাবে আটকানো যায়, এই বিষয়ে একটি পিটিশনের শুনানিতে কোহলিসহ আরো বেশ কিছু তারকার নাম উঠে আসে। তারপরেই কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি মণিকুমার, বিচারপতি অনিল কে নরেন্দ্রন কোহলিসহ কয়েকজন তারকাকে নোটিশ পাঠান।
ত্রিশূরের এক বাসিন্দা পাওলি ভাদাক্কান জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আদালতে। তিনি বলেছেন, ‘অনলাইন রামি গেমস দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আইনগতভাবে বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যেও এটা হয়েছে। কেরালার আইনটি ১৯৬০ সালের। তবে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ’
তার দাবি, ‘তারকারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনসাধারণকে অনলাইন রামি খেলতে আকর্ষণ করেন। তারপরেই সবাই এই গেমসে অংশ নেয়। অনলাইন রামি জুয়ার সীমাবদ্ধ রূপ।’
বিরাট কোহলি ছাড়া অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অজু ভার্গিসকে একইভাবে আইনি নোটিশ পাঠানো হয়েছে।