অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।।করোনাজনিত কারণে এবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়েছে। করোনাজনিত কারণে প্রায় এক বছর হতে চলল স্কুল-কলেজ বন্ধ রয়েছে। ঠিকমতো পঠন-পাঠন না হওয়ার কারণে পরীক্ষা পিছিয়ে দিয়েছে কেন্দ্র।
তবে চলতি বছরে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে শুরু হবে তা ২ ফেব্রুয়ারি ঘোষণা করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই। বৃহস্পতিবার এই কথা জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিওয়াল।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী রমেশ জানিয়েছিলেন, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা হবে ৪ মে থেকে ১০ জুনের মধ্যে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৫ জুলাই এর মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষা মে মাসে শুরু হলেও ১ মার্চ থেকে প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রমেশ বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের একটা বছর নষ্ট হতে দিতে চাই না। এই মুহূর্তে গোটা দেশে সব মিলিয়ে ৩৩ কোটি শিক্ষার্থী আছে। যা আমেরিকার জনসংখ্যার থেকেও বেশি।
দেশব্যাপী এই বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রীর জন্য পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করা আদৌ সহজ কাজ নয় সরকারের পক্ষে। মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষকরাও যোদ্ধার মত দায়িত্ব পালন করেছেন।
ডিজিটাল লার্নিং পদ্ধতির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত মানিয়ে নিয়েছে। তবে দেশের বেশ কিছু সংখ্যক পরিবারের কাছে স্মার্টফোন ছিল না। তাদের অবশ্যই সমস্যায় পড়তে হয়েছে।
এই সমস্যা দূর করতে সরকার রেডিও ও দূরদর্শনের মাধ্যমে যতটা সম্ভব শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন অভিভাবক ও শিক্ষকদের প্রতি সরকারের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতিতে অভিভাবক ও শিক্ষকরা যেভাবে ছাত্র-ছাত্রীদের সাহায্যে এগিয়ে এসেছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য।