যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি।। জো বাইডেনের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ নিশ্চিত করেছে সিনেট। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে উচ্চকক্ষের ভোটাভুটিতে দেশটির ৭১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়।
ভয়েস অব আমেরিকা জানায়, ৭২-২২ ভোটে ব্লিনকেনকে চূড়ান্ত করা হয় I

বাইডেনের খুব ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ৫৮ বছর বয়সী ব্লিনকেন। এর আগে ওবামা প্রশাসনে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন তিনি।

এ দিকে গত সপ্তাহে এক শুনানিতে ব্লিনকেন জানান, চীন, ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত তিনি। আরও বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি চীন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও হুমকি। এ ক্ষেত্রে সহযোগিতার কোনো পথ খোলা নেই।

বেশ কিছুদিন আইনচর্চার পর ১৯৮০ এর দশকের শেষভাগে ডেমোক্র্যাট রাজনীতিতে যোগ দেন ব্লিনকেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া আইন স্কুলের স্নাতক এবং দীর্ঘদিন ডেমোক্র্যাটদের পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত ব্লিনকেনের দৃষ্টিভঙ্গি হচ্ছে, ওয়াশিংটনকে বিশ্বে সক্রিয় নেতৃত্বের ভূমিকা নিতে হবে, নয়তো চীনের মতো প্রতিপক্ষ দেশগুলোর মাধ্যমে চালিত এক বিশ্বের সাক্ষী হয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?