প্রজাতন্ত্র দিবসে ফউ-জি এর লিঙ্ক শেয়ার করলেন অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি।। পাবজির বিকল্প হিসেবে দেশীয় গেম ফউ-জি লঞ্চ করা হবে বলে আগেই জানিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। এবার তা প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন তিনি। ৭২তম প্রজাতন্ত্র দিবসে নয়া গেম ফউ-জি লঞ্চ হল ভারতে। অক্ষয় কুমার ‘দেশি পাবজির’ লিঙ্ক শেয়ার করেন।

এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ফউ-জির লিঙ্ক শেয়ার করে অনুরাগীদের চমকে দেন আক্কি। প্রজাতন্ত্র দিবসে ওই অ্যাপ লঞ্চের পর থেকে এবার তা সরাসরি ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে।

গুগল প্লে স্টোরে গিয়ে এবার থেকে ফউ-জি ডাউনলোড করা যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, লঞ্চের পরপরই এই অ্যাপ ডাউনলোডের জন্য প্রায় ৫ মিলিয়ন রেজিস্ট্রেশন অনলাইনে জমা পড়েছে।

উল্লেখ্য, বর্তমানে আতরঙ্গি রে-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার। সারা আলি খান এবং ধনুষের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন তিনি।

আতরঙ্গি রে-এর শ্যুটিংয়ের মাঝে আচমকা ছবির পরিচালক করোনা আক্রান্ত হন। ফলে সাময়িকভাবে এই ছবির শ্যুটিং বন্ধ করা হয়। আতরঙ্গি রে-এর আগে বচ্চন পান্ডের শ্যুটিং শেষ করেন অক্ষয়।

বচ্চন পান্ডেতে আক্কিকে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে বচ্চন পান্ডে-র একটি লুকও শেয়ার করেন অভিনেতা। জানান, ২০২২-এর ২৬ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?