গবাদি পশু সুভাষ নমঃ দাসের পুরান বাড়িতে চড়ানোর সময় বাড়ির পাশে গভীর জঙ্গলে দুইটি বন্য দাঁতাল হাতি প্রত্যক্ষ করে পালিয়ে যাওয়ার সময় উঁচু টিলা জায়গা থেকে লাফ দিয়ে নিজেকে বাঁচাতে সুভাষ নমঃ দাসের বাম পায়ে গুরুতর আঘাত লাগে। পার্শ্ববর্তীতে কাজ করা অন্যান্যরা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় সুভাষ নমঃ দাসের বাড়িতে । তার স্ত্রী ঘটনাস্থলে ছুটে এসে সুভাষকে ভাড়া করা অটোতে করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। বর্তমানে সুভাষে বাম পায়ে গুরুতর আঘাত নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
তবে, দিনের পর দিন উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, মাইগঙ্গা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরেই বন্য দাঁতাল হাতির দল উন্মুক্ত তাণ্ডব চালাচ্ছে। সেক্ষেত্রে বহুবার ঐসকল এলাকাগুলিতে বনদপ্তর থেকে ক্যাম্প বসানোর কথা থাকলেও নীটফল শূন্য। কাজের কাজ কিছুই হচ্ছে না বলে একাংশ এলাকাবাসী সূত্রে অভিযোগ। অবিলম্বে বন দপ্তর যাতে ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানিয়েছে এলাকার ভুক্তভোগী মানুষ।