এরপরই তার নজরে আসে পেছনের জানালার শিখ ভাঙ্গা। ঘর থেকে উধাও রেশনের চিনি, ডাল ও চা পাতার বস্তা। ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় এই রেশন শপটির অবস্থান। রেশন দোকানের মালিক সন্দীপ কুমার দেব জানান ১০ থেকে ১৫ হাজার টাকা রেশন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এর মধ্যে রয়েছে চার বস্তা চিনি, দু’বস্তা ডাল ও প্রচুর চা পাতার প্যাকেট। এছাড়া ক্যাশ বাক্স থেকে কিছু খুচরো পয়সা চুরি যায় বলে জানান তিনি। গোটা বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।