আগামী ৪৮ ঘণ্টা ১৪৪ ধারা বৃদ্ধি করা হয়েছে আগরতলায় :জেলা শাসক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ জানুয়ারি।। গত মঙ্গলবার পুলিশ থেকে তথ্য পাওয়া যায় আগামী বুধবার আন্দোলনরত শিক্ষকদের বিষয়ে। সেই মোতাবেক মঙ্গলবার রাতে জেলা শাসক অফিস থেকে এক নোটিফিকেশনের মধ্য দিয়ে ১৪৪ ধারা আগারতলা পুর নিগম এলাকায় জারি করা হয় বুধবার সকাল ৬ টা থেকে। সে অনুযায়ী ৫ টা থেকে প্যারাডাইস চৌমুহনিতে মাইকিং করে তাদের সেখানে জমায়েত না হতে জানানো হয়।

কিন্তু তারা আন্দোলন স্হল থেকে সরতে চাইছিল না। পরবর্তী সময় সাড়ে ছয়টা নাগাদ আন্দোলনরত ১৬৫ জনকে আটক করা হয়। সাড়ে নয়টা নাগাদ ফের জমায়েত হতে থাকে। সাড়ে দশটা নাগাদ তারা ব্যারিকেট ভেঙে আন্দোলন শুরু করলে টি আর গ্যাস ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয়। আন্দোলনকারিরা ৪ টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ মৃদু লাঠি চার্জ করে। ৫৮ জনকে পুনরায় আটক করা হয়। দুপুর দুইটা নাগাদ ছয় শতাধিক আন্দোলনকারী প্যারাডাইস চৌমুহনিতে জমায়েত হয়। পুলিশ জল কামান ব্যবহার করে।

হাসপাতাল সুত্রে খবর এদিন ৮৭ জন বিভিন্ন ভাবে আহত হয়। এর মধ্যে ৭০ জন আন্দোলন কারী এবং ১৭ জন নিরাপত্তা কর্মী। আগামী ৪৮ ঘণ্টা ১৪৪ ধারা বৃদ্ধি করা হয়েছে। শহরের কোথাও ৫ জন জমায়েত হতে পারবে না। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান পশ্চিম জেলার জেলা শাসক শৈলেশ কুমার যাদব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?