কিন্তু তারা আন্দোলন স্হল থেকে সরতে চাইছিল না। পরবর্তী সময় সাড়ে ছয়টা নাগাদ আন্দোলনরত ১৬৫ জনকে আটক করা হয়। সাড়ে নয়টা নাগাদ ফের জমায়েত হতে থাকে। সাড়ে দশটা নাগাদ তারা ব্যারিকেট ভেঙে আন্দোলন শুরু করলে টি আর গ্যাস ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয়। আন্দোলনকারিরা ৪ টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ মৃদু লাঠি চার্জ করে। ৫৮ জনকে পুনরায় আটক করা হয়। দুপুর দুইটা নাগাদ ছয় শতাধিক আন্দোলনকারী প্যারাডাইস চৌমুহনিতে জমায়েত হয়। পুলিশ জল কামান ব্যবহার করে।
হাসপাতাল সুত্রে খবর এদিন ৮৭ জন বিভিন্ন ভাবে আহত হয়। এর মধ্যে ৭০ জন আন্দোলন কারী এবং ১৭ জন নিরাপত্তা কর্মী। আগামী ৪৮ ঘণ্টা ১৪৪ ধারা বৃদ্ধি করা হয়েছে। শহরের কোথাও ৫ জন জমায়েত হতে পারবে না। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান পশ্চিম জেলার জেলা শাসক শৈলেশ কুমার যাদব।