প্রাণ ফিরে পেল হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।শপথ নিয়েই হোয়াইট হাউসে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি গিল বাইডেন। সেদিন রাতে সেখানে ছিলেনও।  তবে পাকাপাকিভাবে উঠতে সময় নিলেন আরও কয়েকদিন।

সিএনএন জানায়, রবিবার পুরো পরিবার নিয়ে হোয়াইট হাউসের বাসিন্দা হলেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিন তাদের অভ্যর্থনা জানান হোয়াইট হাউসের কর্মকর্তা ও কর্মীরা। এক সূত্র মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, ‘এ বাসভবন আবার প্রাণ ফিরে ফেল। এটি হানিমুন পিরিয়ড, যেখানে সবকিছুই নতুন অনুভূত হচ্ছে। ’আরেক সূত্র জানান, হোয়াইট হাউসের মুভি থিয়েটার আবারও চাঙা হয়ে উঠেছে।

কিচেন রুমে ব্যস্ততম সময় কাটাচ্ছেন রাঁধুনিরা। বাইডেনের পাঁচ নাতি খেলছে, সিনেমা দেখছে, খাচ্ছে-দাচ্ছে।হোয়াইট হাউসের ভেতরেও করোনার আবহ দেখা গেছে। মাস্ক মুখে দিয়ে সবাই কাজ করছে।

রবিবার ডেলাওয়ার থেকে নিয়ে আসা হয় বাইডেন দম্পতির দুই পোষা কুকুর মেজর ও চ্যাম্পকে, দুটিই জার্মান শেফার্ড।

একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে নিয়ে আসা হয়েছিল মেজরকে। পরিত্যক্ত অবস্থায় প্রাণী আশ্রয়কেন্দ্রে ঠাঁই পাওয়ার পর কোনো কুকুরের হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার প্রথম ঘটনা এটি।

হোয়াইট হাউসে থাকার সময় কুকুর পোষা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য হলেও ট্রাম্পের কোনো কুকুর ছিল না।

সোমবার সকালে এক প্রেস বার্তায় জানানো হয়, ফায়ারপ্লেসসহ নতুন বিছানা উপভোগ করছে চ্যাম্প এবং সাউথ লনে দৌড়ে আনন্দ পাচ্ছে মেজর।

২০ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল চত্বরে অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। একই অনুষ্ঠানে তার আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও আফ্রো-দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন তিনি।

সেদিন সকালেই হোয়াইট হাউস ছেড়ে দেন স্ত্রী মেলানিয়া ট্র্যাম্পসহ সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থেকে প্রথা ভাঙেন তিনি।

৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার উসকানিদাতা হিসেবে অভিশংসনের মুখে ট্রাম্প। ইতিহাসে দ্বিতীয়বার অভিশংসনের মুখে পড়া কোনো প্রেসিডেন্ট তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?