অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা অপরিসীম৷ আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ৷ তাই শিশুদের শারীরিক সুুস্থতা ও তাদের পড়াশুনায় আগ্রহী করে তোলার বিষয়ে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে৷ তিনি বলেন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে বিভিন্ন সামাজিক ভাতা প্রদান সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের সুুবিধা রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেওয়ার বিষয়েও সরকার চিন্তা ভাবনা করছে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামছড়া বিএসি-র চেয়ারম্যান উপেন্দ্র রিয়াং৷ স্বাগত বক্তব্য রাখেন দামছড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও সন্তোষ দাস৷ অনুষ্ঠানে ৩০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে এলপিজি সংযোগ দেওয়া ছাড়াও এই প্রকল্পের অন্তর্গত আইসিডিএস সুুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয়৷