অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ আর নতুন ধরনের (স্ট্রেইন) বিপরীতে চলছে টিকাদানের তোড়জোড়। এরই মধ্যে সংক্রমণ ছাড়িয়ে গেল ১০ কোটি। মৃত্যু ছাড়ানোর পথে সাড়ে ২১ লাখ।
ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১০ কোটি ২ লাখ ৮০ হাজারের বেশি।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের।
অবশ্য সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৪৯ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে প্রায় ৯ হাজার ৬শ জন।
নতুন করে প্রায় দেড় লাখ সংক্রমণে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ প্রায় ২ কোটি ৫৮ লাখ সাড়ে ৬১ হাজার ছাড়িয়ে গেছে। আরও প্রায় ১ হাজার ৯০০ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪ লাখ সাড়ে ৩১ হাজার। উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র।
করোনার নতুন ধরনে নাকাল যুক্তরাজ্যে অবশ্য সংক্রমণ ও মৃত্যু কমে এসেছে। দেশটিতে ২৪ ঘণ্টায় ৫৯২ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৯৮ হাজার ৫৩১ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে প্রায় ২২ হাজার নতুন শনাক্তে মোট সংক্রমণ ৩৬ লাখ সাড়ে ৬৯ হাজার ছাড়িয়ে গেছে।