জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অযোধ্যায় সূচনা হল মসজিদ নির্মাণ

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট এক নির্দেশে অযোধ্যায় রাম মন্দির তৈরির অনুমতি দিয়েছিল। একই সঙ্গে জানিয়েছিল, অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য একটি বিকল্প জমি খুঁজে দিতে হবে উত্তরপ্রদেশ সরকারকে।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার বেশ কিছুদিন আগেই মসজিদ তৈরির জন্য জমি দিয়েছিল। মঙ্গলবার দেশের সাধারণতন্ত্র দিবসে সেই জমিতেই শুরু হল মসজিদ নির্মাণের কাজ।

মসজিদ তৈরি আগে সেখানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। অযোধ্যার ধন্নিপুর গ্রামে মসজিদ তৈরি করছেন ইন্দো- ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সদস্যরা। মসজিদ তৈরির জন্য উত্তরপ্রদেশ সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে ৫ একর জমি দিয়েছে।

মঙ্গলবার সকাল ন’টা নাগাদ সেখানেই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রাষ্টের প্রধান জাফর আহমেদ ফারুকি। এরপর ট্রাস্টের ১২ জন সদস্য সকলেই একটি করে গাছের চারা বসান।

পরে ফারুকি বলেন, আমরা আজ  মাটি পরীক্ষার কাজ শুরু করলাম। মাটি পরীক্ষার কাজ শুরুর সঙ্গে সঙ্গে মসজিদ নির্মাণের প্রযুক্তিগত কাজ শুরু হল। মাটি পরীক্ষার রিপোর্ট আসার পরে যদি আমাদের নকশা অনুমোদিত হয় তাহলে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।

মূলত মানুষের অর্থ সাহায্যেই মসজিদ গড়ে তোলা হবে। ইতিমধ্যেই বহু মানুষ মসজিদের জন্য অর্থ সাহায্য করেছেন বলে ফারুকি জানান। গতমাসে ট্রাস্টের পক্ষ থেকে মসজিদের একটি নকশা প্রকাশ করা হয়। সেই নকশায় দেখা গিয়েছে মসজিদে থাকছে একটি বিশাল কাঁচের গম্বুজ এবং চারপাশে সুন্দর বাগান।

তবে মসজিদের কোনও নাম এখনও চূড়ান্ত হয়নি। মসজিদ তৈরির পাশাপাশি ওই চত্বরে তৈরি হচ্ছে একটি বড়সড় হাসপাতাল। আগামিদিনে হাসপাতালের আয়তন আরও বাড়বে। ট্রাস্টের সচিব আতাহার হোসেন জানিয়েছেন, হাসপাতাল চত্বরে থাকবে একটি কমিউনিটি কিচেন।

সেখানে প্রতিদিন এক হাজার মানুষ খেতে পাবেন। তাঁরা এক সমীক্ষায় দেখেছেন অযোধ্যা ও সংলগ্ন ২৫-৩০ কিলোমিটার এলাকার বেশিরভাগ মানুষই অপুষ্টিতে আক্রান্ত। এই সমস্যা দূর করতে তাঁরা সব ধরনের চেষ্টা চালাবেন বলে আতাহার জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?