মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় উৎসাহের সঙ্গেই পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।গত কয়েকদিন ধরেই প্রবল তুষারপাত চলছে। তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ২৫ ডিগ্রিতে। ১৭০০০ হাজার ফুট উচ্চতায় লাদাখে এই মুহূর্তে কোনও সাধারণ মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। রয়েছে শুধু সেনা জওয়ানরা।

বিশেষ পোশাকে সজ্জিত হয়ে মঙ্গলবার সেখানেই সেনা জওয়ানরা পালন করলেন দেশের ৭২ তম সাধারণতন্ত্র দিবস।

সুউচ্চ লাদাখের যেদিকে দুচোখ যায় শুধু সাদা। বরফের আস্তরণে নিজেকে মুড়ে ফেলেছে সুন্দরী লাদাখ। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেখানে দেশের সুরক্ষায় সজাগ রয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির জওয়ানরা।

চরম প্রতিকূল পরিস্থিতিকেও তুড়ি মেরে উড়িয়ে দিতে জানেন আইটিবিপি জওয়ানরা। মঙ্গলবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ। দেশ মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা চিরাচরিত নিয়ম মেনেই পালন করলেন সাধারণতন্ত্র দিবস।

আইটিবিপি জওয়ানদের বিভিন্ন শাখাকে এদিন দেখা গিয়েছে দিল্লির রাজপথে কুচকাওয়াজ করতে। একই সঙ্গে আইটিবিপির যে সমস্ত জওয়ান লাদাখে মোতায়েন রয়েছেন তাঁরাও এদিন দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানান।

উত্তোলন করেন তেরঙা পতাকা। ভারত মাতা কি জয় ধ্বনিতে শব্দব্রহ্ম তৈরি করেন তাঁরা। প্রধানমন্ত্রীর মতো কোনও বড় মাপের নেতা বা মন্ত্রী এদিন হয়তো লাদাখে উপস্থিত ছিলেন না। কিন্তু অনুষ্ঠানের কোথাও তাল কাটেনি।

লাদাখে উপস্থিত জওয়ানরা এদিন সব ধরনের নিয়ম মেনেই পতাকা তুলেছেন। পালন করেছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। শপথ করেছেন দেশমাতৃকার সুরক্ষায় তাঁরা নিজেদের প্রাণ বিসর্জন দিতেও রাজি।

উল্লেখ্য, ১৭ হাজার ফুট উচ্চতায় প্রবল ঠান্ডার মধ্যেও লাদাখে ভারত-চিন সীমান্তে সুরক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন আইটিবিপি জওয়ানরা। সম্প্রতি বেজিংয়ের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা হওয়ায় লাদাখে বাড়ানো হয়েছে সেনার সংখ্যা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?