প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জানুয়ারি।। জনজাতি লোক সংস্কৃতির বিকাশ এবং প্রসারের অঙ্গ হিসাবে প্রতি বছরের ন্যয় এই বছরেও জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ জেলাস্তরের প্রথম স্থানাধিকারী মোট ৮টি দল এই রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ এই প্রতিযোগিতায় জনজাতি লোকনৃত্য দলগুলি মামিতা, বিজ, হজাগিরি, মসক সুুলমানি, গড়িয়া, সাংগ্রাই ইত্যাদি নৃত্য পরিবেশন করেন৷

এই প্রতিযোগিতা উপলক্ষ্যে ২৬শে জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্ধ্যা ৬:৩০ মিনিটে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং প্রতিযোগিতা প্রথম তিনটি বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব ও মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, সমজকল্যাণ ও সমাজশিক্ষা এবং প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনজাতি কল্যাণ ও বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তিপর্বে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত জনজাতি নেতৃত্ববর্গদের নিয়ে এক নৈশ প্রীতিভোজ অনুষ্ঠিত হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?